মিজান লিটন ॥
“প্রবীন স্বাস্থ্য সুরক্ষা করি, সুস্থ্য বার্ধক্য গড়ি- প্রবীনদের স্বাস্থ্যে আমরা সচেতন, আনন্দে ভরে তুলি তাদের জীবন” এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে প্রবীনদের স্বাস্থ্য সুরক্ষায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিক্ষা ব্যুারো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে ক্রিয়েটিব মিডিয়া লিমিটেড এর আয়োজনে চাঁদপুর সদর উপজেলার অসংখ্য প্রবীনদের নিয়ে এ কর্মশালায় প্রবীন স্বাস্থ্য সুরাক্ষায় সচেতনতা মূলক দিক নির্দেশনা প্রদান করেন প্রধান অতিথি সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহারিয়া শায়লা জাহান।
অনুষ্ঠানে দৈনিক আমাদের অর্থনিতি পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক মিজান লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিমল কান্তি সেন, অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর জেলা শাখার সভাপতি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক শওকত আলী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ শাহ আলম, বাংলাদেশ রেলওয়ে শ্রমীক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান টিটিই, অবসরপ্রাপ্ত সার্জেন আবু তাহের।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অসুস্থ্য হওয়ার পূর্বেই আমাদেরকে সচেতন হতে হবে। সরকারের কমিউনিটি ক্লিনিক গুলিতে সকল বয়সের লোকদের সেবা দেওয় হয়। স্বাস্থ্য সেবা বর্তমান সরকারের সময় মানুষের দৌড়গোড়ায় পৌছে গেছে। বয়স হলে কর্ম ক্ষমতা কমে যায়। মস্তিস্কে বাধ্যক্য হানা দেয়। এ সময় খুবই সতর্ক থাকতে হবে। প্রতিটি জিনিসে আয়ুস্কাল আছে। মানুষেরও তেমনিই এ অবস্থায় বাধ্যক্যকে অবহেলা করা যাবে না। শিশুদের মতো করে বয়স্কদের সেবা করতে হবে। তাহলেই তারা বার্ধক্যের সময় সুস্থ্য ও সুন্দর জীবন যাপন করতে পারবে।
অনুষ্ঠানে বার্ধক্য বা প্রবীন কাল কি? প্রবীনদের স্বাস্থ্য সমস্যা, প্রবীনদের সামাজিক সমস্যা, প্রবীনদের স্বাস্থ্য রক্ষায় আমাদের করনীয় শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।