প্রতিনিধি
চাঁদপুরে প্রশাসনের বাধায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তরপুরচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান গাজীর উপর হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদর থানা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশ প- হয়েছে। গতকাল বিকেল ৪টায় পূর্ব নির্ধারিত সময়ে বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। সে মতে সদর থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলাদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ স্থলে জড়ো হয়। এ সময় চাঁদপুর মডেল থানার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দলীয় কার্যালয়ে জড়ো হওয়া নেতাকর্মীদের সমাবেশ স্থল ত্যাগ করতে বলেন। সমাবেশ না করতে পারায় এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়লে মুঠোফোনে চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামান পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগে কোন সুফল না হলে চাঁদপুর মডেল থানার পুলিশ দলীয় কার্যালয়ে থাকা বিএনপি নেতাকর্মীদের বের করে দেন।
এ ব্যাপারে দেওয়ান সফিকুজ্জামান জানান, প্রশাসনের হস্তক্ষেপের কারনে দলীয় কার্যালয়ে পূর্ব নির্ধারিত থানা বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান গাজীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আমরা তা করতে পারিনি।
এদিকে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম সাংবাদিকদের জানান, সমাবেশ করতে প্রশাসনের অনুমতি না নেওয়ায় পুলিশ সমাবেশে বাধা দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি অ্যাড. সেলিম উল্যা সেলিম, সদর থানা বিএনপির সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, দপ্তর সম্পাদক মাহবুব আনোয়ার বাবলু, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হযরত আলী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী জুয়েল, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল আহমেদ বাহার, শহর যুবদলের আহ্বায়ক কাদের বেপারী, যুগ্ম-আহ্বায়ক শাহনুর বেপারী শানু, জেলা মহিলা দলের সহ-সভানেত্রী কোহিনুর বেগম, সাংগঠনিক সম্পাদক ফারজানা পারভীন, সহ-সভাপতি জোহরা আনোয়ার হীরা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শানু, যুগ্ম-সম্পাদিকা নাহিদ সুলতানা সেতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নাসরিন আরফতি, আইন বিষয়ক সম্পাদিকা অ্যাড. শিরিন সুপ্তা প্রমুখ।