মিজানুর রহমান রানা
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ চাঁদপুর সার্ভিস সেন্টারের উদ্যোগে শহরের হাকিম প্লাজায় নতুন অফিস উদ্বোধন উপলক্ষে ব্যবসা উন্নয়ন সভা ও কর্মী সম্মেলন রোববার সকাল ১০টায় সার্ভিস সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ওইদিন সকালে ফিতা কেটে নতুন অফিস উদ্বোধন শেষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হেমায়েত উল্যাহ বলেন, আমরা শরীয়াহ কাউন্সিলের মাধ্যমে ইসলামী আইন মেনে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর কাজ করে থাকি। রাষ্ট্রীয় আইনের মধ্যে থেকে যতটুকু ইসলাম পালন করা যায়, তার শতভাগ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ পালন করার চেষ্টা করছে। বাকি যেটুকু পালন করা যাচ্ছে না তার জন্যে গুনাহ হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কিংবা আইন প্রনয়ণকারী কর্তৃপক্ষের। সুদকে না বলার জন্য ফারইস্টের যে আন্দোলন তা কেয়ামত পর্যন্ত চলতেই থাকবে। একজন ইন্সুরেন্স কোম্পানীর কর্মীর ¯প্রীড নদীর জোয়ারের মতো, প্রতিদিন নিত্য নতুন উদ্যমে এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
চাঁদপুর সার্ভিস সেন্টার ইনচার্জ এন্ড ভিপি মোঃ ইমাম হোসাইন ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, কুমিল্লা ডিভিশন ইনচার্জ এন্ড জেইভিপি মোঃ মাহবুবুল মাওলা রিপন, কোম্পানীর চট্টগাম বিভাগীয় ইনচার্জ এন্ড জেইভিপি মোঃ মতিউর রহমান, সার্বজনীন বীমার কুমিল্লা ডিভিশন ইনচার্জ এন্ড এসভিপি মোঃ আব্দুল মবিন খান।
চাঁদপুর জোন ইনচার্জ এন্ড জেভিপি মোঃ মিজানুর রহমান ও হাজীগঞ্জ জোন ইনচার্জ এন্ড জেভিপি মোঃ আবু ইউসুফ ভূঁইয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সার্বজনীন বীমার চাঁদপুর সার্ভিস সেন্টার ইনচার্জ কাজী জয়নাল আবেদীন, চাঁদপুর জোন ইনচার্জ এন্ড জেভিপি মোঃ মিজানুর রহমান, হাজীগঞ্জ জোন ইনচার্জ এন্ড জেভিপি মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, হাজীগঞ্জ সার্বজনীন বীমা অফিসের জোন ইনচার্জ জেভিপি মোঃ শাহাদাত হোসেন, হাজীগঞ্জ সদর সাংগঠনিক অফিসের বিসি ও ইনচার্জ মোঃ ইমাম হোসাইন ইমন, চাঁদপুর জোন-এ সাংগঠনিক অফিসের বিসি ও ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক ও রহিমানগর সাংগঠনিক অফিসের বিসি ও ইনচার্জ মোঃ মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের পর ইসলামী সঙ্গীত পরিবেশন করেন চাঁদপুরের ঐতিহ্যবাহী মোহনা শিল্পীগোষ্ঠির শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী, গ্রাহকসহ বিভিন্ন পেশাজীবীগণ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।