চাঁদপুর : চাঁদপুরে ফার্মাসিষ্টদের নিয়ে চাঁদপুর মেডিকেল হল ও চাঁদপুর ফার্মার ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যায় শহরের কোর্টস্টেশন এলাকায় অবস্থিত মেডিসিন ( ঔষধ) ব্যবসায়ী প্রতিষ্ঠান চাঁদপুর ফার্মায় এ ইফতার ও দোয়ার অনুষ্ঠান ধর্মীয় রিতিনীতি অনুযায়ী অত্যান্ত সুন্দর পরিবেশে সম্পন্ন করা হয়।
ইফতার পূর্ব মহান আল্লাহ্ পাকের দরবারে বৈশিক করোনা মহামারি ও গজব থেকে সকল মুসলমানদের হেফাজত,সকল মৃত মুসলমানদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ ছাড়া ইফতার ও দোয়ায় অংশ গ্রহনকারী সকলের সুস্থ্যতা চেয়ে, চাঁদপুর মেডিকেল হল, চাঁদপুর ফার্মা ব্যবসা প্রতিষ্ঠানের উপর খোদার সুদৃস্টি কামনা ও ব্যবসায় উন্নতি কামনা চেয়ে মহান আল্লাহ্ পাকের দরবারে দোয়া করেন,বিশিষ্ঠ ফল ব্যবসায়ী মো: তাজুল ইসলাম।
শহরের মেডিসিন (ঔষধ) ব্যবসায়ী প্রতিষ্ঠান চাঁদপুর ফার্মা ও চাঁদপুর মেডিকেলের আয়োজনে এ ইফতার ও দোয়ার আয়োজন করেন,বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, চাঁদপুর মেডিকেল ও চাঁদপুর ফার্মার সত্ত্বাধিকারী মো: হুমায়ুন কবির খান।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও ফোকাস্ মোহনা ২৪.কম এর উপদেস্টা সাংবাদিক মোহাম্মদ শওকতআলী, অনুষ্ঠানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিকা করে, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের মেডিকেল পমোসনা অফিসার মো: আসাদ ও অনুকুল, শহরের শপিং মল, ভুঁইয়া বিগ বাজারের পরিচালক মো: আবুল খায়ের ভুঁইয়া, কোর্টস্টেশন এলাকার মেডিসিন ব্যবসায়ী ফাহা ফার্মেসীর পরিচালক মো: ফারুক হোসেন ও মায়ের দোয়া ফার্মেসীর পরিচালক মো: সৈয়দ হোসেন গাজী প্রমূখ। এ ইফতার মাহফিল ও দোয়ায় অর্ধশত ফার্মাসিষ্ট উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/