শাহরিয়ার খান কৌশিক ॥
২০ দলীয় জোটের হরতাল-অবরোধ ব্যাগমান ও গতিশীল করার করার লক্ষ্যে ফেইসবুকে মাধ্যমে উসকানী মূলক তথ্য প্রেরণের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর ইউনিয়নের বহরীয়া এলাকা থেকে সোহাগ (২৪) নামের এক যুবককে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুওে আটকৃত সোহাগকে মডেল থানার পুলিশের দায়েরকৃত ৪৪(১)২০১৫ নাশকতা মামলা গ্রেপ্তার পরোয়ানা দেখিয়ে জেলা হাজতে পাঠানো হয়। পুলিশ সুপার মো. আমির জাফরের নির্দেশে চাঁদপুর মডেল থানা পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে সোহাগকে আটক করে থানায় নিয়ে আশে। ঘটনার বিবরনে জানাযায়, বহরীয়া বেপারী বাড়ীর বিল্লাল বেপারীর ছেলে সোহাগ দির্ঘদিন যাবৎ ঢাকায় কম্পিউটার টোনার বিক্রি ও মেরামতের কাজ করে। সেখানে থাকা অবস্থায় ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ ব্যাগমান করার লক্ষ্যে নেতা কমিদেও ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার নির্দেশে সরকার পতন ও বিরোধী কর্মকান্ড করার জন্য ফেইসবুকের মাধ্যমে উসকানী মূলক তথ্য প্রেরণ করে। গোয়েন্দা পুলিশ তার ফেইসবুক থেকে তথ্য পাওয়ার চাঁদপুর পুলিশ সুপারকে অবহিত করে। গত বুধবার সোহাগ ঢাকা থেকে তার নিজ বাড়িতে বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহন করতে চাঁদপুওে আশে। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে বহরীয়া বাজার এশে একটি চায়ের দোকানে বসে। এসময় গোপন সংবাদের বিত্তিতে খবর পেয়ে পুরান বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ মাহবুব মোল্লার নের্তৃত্বে মডেল থানার পুলিশ সোহাগকে থানায় নিয়ে আশে।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।