চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ফের নির্বাচিত হয়েছেন ওচমান গনি পাটোয়ারী। আগের নির্বাচন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হলেও এবার কিন্তু স্বতন্ত্র হিসাবে প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ওচমান গনি পাটোয়ারীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক কামরুল হাসান। এতে ওচমান গনি পাটোয়ারী পেয়েছেন সাত শ ৩৮ ভোট।
আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী জাকির প্রধানিয়া। তিনি পেয়েছেন পাঁচ শ ২৩ ভোট।
তবে এই নির্বাচনের প্রার্থী বাছাই চলাকালে আইনি জটিলতায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইউসুফ গাজীর প্রার্থীতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক কামরুল হাসান।
এর আগে প্রতিটি কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা। অন্যদিকে, কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা। এমন পরিবেশে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এসময় জেলার আটটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এই আটটি ভোটকেন্দ্রে মোট ১২ শ ৭৩ জন ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সাধারণ সদস্য পরে ৩৬ জন ও সংরক্ষিত সদস্য পরে ১২ জনসহ মোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল হাসান এবং পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে কঠোরভাবে পুলিশ ও আনসার কাজ করেছে।
এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্রের বাহিরে বিজিবি ও র্যাবের এক প্লাটুন স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল।