এম এ আকিব ॥
নিয়মিত বিরতিতে চুরি হচ্ছে মোটর সাইকেল। এবার চুরি হলো চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহজাহান মিয়ার ডিসকভার ১০০ সিসি মোটর সাইকেল। তিনি সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার রাতের কোন এক সময় চাঁদপুর শহরের উকিল পাড়াস্থ তার ভাড়াকৃত বাসা অস্থায়ী নিবাস থেকে কলাপ্সিবল গেটের তালা ও মটর সাইকেলের লক তালা ভেঙ্গে কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মোটর সাইকেলটির ইঞ্জিন নং-ঔইতডঊই-৬৬৪৩২, চেছিজ নং-গউ২অ১৪অত৬ঊডই-৯৫২৬৮, রং- লাল, মোটর সাইকেলটি সম্প্রতি আজাদ মোটরস থেকে ক্রয় করা হয়। এখনো রেজিস্ট্রেশন করা হয়নি। এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, দির্ঘদিন থেকে চাঁদপুর শহর ও বিভিন্ন উপজেলায় একের পর এক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রশাসন সম্প্রতি বেশকিছু চোর চক্রের সদস্যকে গ্রেফতারও করেছে। এদের মধ্যে আবার অনেকের রয়েছে সরকার দলিয় রাজনৈতিক পরিচয়। আবার অনেকেরই রয়েছে মোটর সাইকেল গ্যারেজে কাজ করার পরিচয়। কোন আইনেই যেন মোটর সাইকেল চোর চক্রকে বাঁদা জাচ্ছে না। তবে মজার ব্যাপার হলো এরা কেউই আজ পর্যন্ত আইনের শিকলে আটকা পড়েনি। যারা আটক হয়েছে তারা আবার উপর মহলের তদবিরে পার পেয়ে যাচ্ছে। এক কথায় অধরাই থেকে যাচ্ছে মটর সাইকেল চোর চক্রের মুল হোতারা। এ ব্যাপারে পুলিশের একাধিক সূত্রে ও চুরি হওয়া মোটর সাইকেলের মালিকদের কাছ থেকে জানা যায়, পুলিশ প্রশাসনের আন্তরিকতা থাকা সত্তেও মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের বিভিন্ন সময়ে হাতেনাতে আটক করার পরেও তাদেরকে বিচারের আওতায় আনা যাচ্ছে না। কারণ হিসেবে তারা বলছেন, এসব চোর চক্রের সদস্যদের সাথে কোন একটি বিশেষ মহলের যোগসূত্র রয়েছে। আর তাই এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসনের টপলেবেল থেকে ব্যবস্থা নেয়া না হলে মোটর সাইকেল চুরি মহামারি আকার ধারণ করবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।