শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর শহরের স্ট্যেন্ড রোডে ফ্লাট বাসায় পুলিশ অভিযান চালিয়ে পত্রিতা-খদ্দরসহ ৫ জনকে আটক করেছে। শুক্রবার দুপুরে আটককৃতদের পুলিশ ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করেছে।
জানা যায়, শহরের স্ট্যেন্ড রোডে বেশ কয়েকটি ফ্লাট বাসায় প্রতিদিন রাতে দিনে বিভিন্ন এলাকা থেকে পত্রিতাদের এনে অনৈতিক কাজ শুরু করে। তেমনি বৃহস্পতিবার রাতে সৈয়দ বেপারির ভাড়াটিয়া বাসায় শহরের উত্তর রঘুনাথপুরের আলমগীরের মেয়ে নাছিমা বেগম(২২)কে এনে ৪ জন মিলে অনৈতিক কাজ করে। খবর পেয়ে মডেল থানার এসআই প্রদিপ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বাবুল হোসেন সিকদার(২৮),বিল্লাল পাটওয়ারী(৩০),লতিফ মিজি(৩০), সৈয়দ বেপারী ও নাছিমা বেগমকে আটক করে। পরে পুলিশ তাদেরকে শুক্রবার দুপুরে আটককৃতদের পুলিশ ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরন করে। পুলিশ জানায়, ফ্লাট বাসায় এই ধরনের অভিযান অভ্যাহত থাকবে। চাঁদপুরে অসামাজিক কার্যকলাপ বন্ধে পুলিশ সুপারের নির্দেশ্যে এই অভিযান চালানো হয়েছে।