চাঁদপুর নিউজ রিপোর্ট
: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪র্থ বঙ্গবন্ধু টি-২০ক্রিকেন্ট টুর্নামেন্ট ২০১৫ চাঁদপুর স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। জেলা ক্রিকেট উপ-কমিটির সভাপতি জাহিদুল ইসলাম রোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার কারণেই দেশের ক্রীড়াঙ্গনে সফলতা এসেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সরকার বর্তমানে ক্রীড়াঙ্গনে সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করেছেন। আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে কাজ করতে হবে।
এ সময় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র রায়, চিকিৎসক জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য একেএম শফিকুল্লাহ সরকার, মুক্তিযোদ্ধা আব্দুল হানিফ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে স্থানীয় ১৩টি দল অংশ গ্রহন করবে। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে আবাহনী ক্রীড়া চক্র ও ভাই ভাই স্পোর্টিং ক্লাব।