
চাঁদপুর: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, চাঁদপুর সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনূর্ধ্ব ১৭ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মৈশাদীকে হারিয়ে বালিয়া ইউনিয়ন জয় লাভ করেছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধে এক এক গোলে শেষ।
দ্বিতীয়ার্ধে খেলা মাঠে গড়ালে মৈশাদীর জালের ভেতরে বালিয়া ইউনিয়ন আরেকটি গোল ডুকায়। রেফারি শেষ বাঁশির বাঁজার সাথে সাথে বালিয়া ইউনিয়নের বিজয় নিশ্চিত হয়। ফলে দুই এক গোলের ব্যবধানে বালিয়া ইউনিয়ন বিজয় লাভ করে।
খেলার ধারাভাষ্য ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি বাপসার চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, হানারচর ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুস আফ্রাদ রোকন।
সংবাদদাতা/চাঁদপুরনিউজ/