চাঁদপুর নিউজ রিপোর্ট:
সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাও এ বছর যৌতুক, পারিবারিক কলোহ, শ্বশুরালয়ের নির্যাতন, স্বামীর বহু বিবাহ, অভাবে তাড়নার কারণে হত্যা ও আত্মহত্যার চেষ্টা করেছে বেশ কয়েকজন নারী। যদিও নারী অধিকার সংরক্ষন, নারীদের উন্নয়ন, নারীদের ক্ষমতায়ন ইত্যাদি বলে মাইক ফাটানো হচ্ছে, তারপরও সত্যিকার অর্থে আমাদের সমাজ কতটুকু মর্যাদা আর সম্মানের স্থান দিতে পেরেছে নারীদের। প্রত্যন্ত অঞ্চলে নারী-পুরুষদের এ বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় অহরহ ঘটছে এ ধরনের অপমৃত্যু। ক্ষতিগ্রস্থ হচ্ছে উভয় পরিবার। ২০১৪ সালের ১৯ জানুয়ারী ফরিদগঞ্জ উপজেলার নয়াহাট এলাকার চরমথুরা গ্রামে বিষপান করে আত্মহত্যা করে শিল্পী বেগম (৪২)। সেই ওই এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী। তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায় শ্বশুরালয়ের নির্যাতন। একই সালের ২১ জানুয়ারী হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাজির গাঁও গ্রামের গৃহবধু শাহনাজ আক্তার (২৭) বিষপান করে আত্মহত্যা করে। তার স্বামীর নাম আবুল হোসেন। তার মৃত্যুর কারণ হিসেবে জানা যায় শ্বশুরালয়ের নির্যাতন। ৯ ফেব্রুয়ারী কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামে কেরোসিনের আগুনে মৃত্যু হয় গৃহবধু সীমা রানী দাস (২৩)। তার স্বামীর নাম কেশব চন্দ্র দাস। যৌতুকের দাবীতে কথা কাটাকাটি। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সীমার মৃত্যু হয়। ৪ মার্চ সন্তানদের আহার যোগানো ও সংসারের অভাবের তাড়না সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে রাজার গাঁওয়ের গৃহবধূ মমতাজ বেগম (৩৫)। সে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মিয়াজী বাড়ির দেলোয়ার হোসেনের স্ত্রী। অসুস্থ্য স্বামীর রোজগারে চলেনা তাদের সংসার। ঘরে দুই মেয়ে বিয়ে দেওয়ার সময় অত্রিক্রম করছে। এসব ভেবে কোন উপায় না পেয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে বাড়ীর লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা প্রদান করে। ৬ মার্চ শাহরাস্তি উপজেলার রায়শ্রী ফটিকখিরা গ্রামে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে হোসনে আরা বেগম (৩৫)। তার স্বামীর নাম মনির হোসেন। মনির হোসেন বিয়ের পর থেকে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেনি। সম্পর্কের অবনতির এক পর্যায়ে ঢাকায় আরেকটি বিয়ে করে। এ খবর শুনে স্ত্রী সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বলে জানায় মনিরের মা।
শিরোনাম:
রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।