স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুরের মেঘনা মোহনায় মালবাহী ট্রলারে বজ্রপাতে মো: নবীর হোসেন (২৫) নামে শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ওসমান গনি (৫০) ও মো: রাকিব (২৪)।
শুক্রবার (১৩ মে) দুপুর ২টায় মেঘনা নদীর মোহনা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নবীর হোসেন লক্ষীপুর জেলার কমল নগর থানার চরফলকন গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। আহত ওসমান চাঁদপুর সদর উপজেলার তারাবুনিয়া এলাকার মনু মিয়ার ছেলে এবং রাকিব লক্ষ্মীপুর জেলার চর আলেকজেন্ডার বশির মাঝির ছেলে।
ওই ট্রলারে থাকা অপর শ্রমিক টিটু মিয়া জানায়, তারা মালবাহী ট্রলার নিয়ে মেঘনার পশ্চিম পাড়ে যাচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ৩ শ্রমিক অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দুপুর আড়াইটায় নবীর হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক বেলাল হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুইজনের এখনো জ্ঞান ফিরেনি। তাদের চিকিৎসা চলছে। নিহতের বাড়িতে খবর দেয়া হয়েছে।