চাঁদপুর: জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত টিভিসহ বন্ধ থাকা সকল গণমাধ্যম অবিলম্বে খুলে দেয়ার দাবীতে চাঁদপুরে সাংবাদিক ও সুশীল সমাজের উদ্যোগে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব সম্মুখে আয়োজিত এ মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বিএনপির প্রবীন রাজনীতিবীদ সফিউদ্দীন আহম্মেদ, জেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান কালু, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ মো: মাকসুদুল আলম, সাধারন সম্পাদক শরীফ চৌধুরী, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট কামরুল ইসলাম, সাধারন সম্পাদক এডভোকেট মো: কামাল উদ্দীন,দৈনিক চাঁদপুর দিগন্তের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মো: শাহজাহান মিয়া, দিগন্ত টিভির চাঁদপুর প্রতিনিধি মোঃ শিহাবুদ্দীন সেলিম বক্তব্য রাখেন।
এসময় মাইটিভির জেলা প্রতিনিধি খোকন কর্মকার, আলোকিত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক মো: জাকির হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, সমাজ সেবক দীন মোহাম্মদ জিল্লসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় বক্তারা দিগন্তটিভিসহ বন্ধ থাকা সকল গণমাধ্যম অবিলম্বে খুলে দেয়ার জোর দাবী জানান।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।