রফিকুল ইসলাম বাবু ।
দেশের উত্তরাঞ্চলের বন্যার পানি দক্ষিণাঞ্চলে চাপ দেয়ায় চাঁদপুরের কিছু নিন্মাঞ্চল এলাকা প্লাাবিত হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বন্যার পানি বিপদসীমার ৬৭ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে চাঁদপুর শহর এলাকার নদী সংযুক্ত খাল ও ড্রেন উপচে রাস্তা-ঘাট, বাড়ির উঠান, মাঠ নিমজ্জিত হয়ে পড়েছে। বিকেল বা সন্ধ্যার পর জোয়ারে পানি বৃদ্ধি পেলেও ভাটার টানে সেই পানি নেমে যাচ্ছে। এ পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চাঁদপুর শহর রক্ষা বাঁধের যমুনা রোড, পাইলট হাউজ, বড় স্টেশন রেস্ট হাউজ, ১০ নংওয়ার্ড রহমতপুর কলোনী ,ট্রাকরোড,পালপারা, ১২নং ওয়ার্ড দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়কের আশপাশে, হাজী বাড়ি, ছেয়াল বাড়ি, বেপারী বাড়ি, খান বাড়ি, রহমতপুর কলোনী বিভিন্ন জায়গা তলিয়ে গেছে। উত্তর শ্রীরামদী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, রাস্তা হাঁটু পানিতে নিমজ্জিত। পুরাণবাজার-হাইমচর সড়কের মক্কা মিল ইউসুফ কোম্পানির মোড়, মৈশাল বাড়ি, পুরাণবাজার কলেজ রাস্তা, বহরিয়া, মধ্য ও পশ্চিম শ্রীরামদী এলাকা প্লাবিত হয়েছে।