স্টাফ রিপোর্টার:
জেগে উঠো মাটির টানে’ এ শ্লোগানকে ধারণ করে চতুরঙ্গের আয়োজনে ৯ম বারেরমত প্রাণ ফ্রুটিকস্ ইলিশ উৎসব উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সপ্তাহব্যাপী ইলিশ উৎসবের উদ্বোধন করেন জেলা আওয়ামলীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।
এর পূর্বে শিল্পকলা একাডেমীর সামনে থেকে বণ্যার্ঢ র্যালী বের হয়ে শহর পদক্ষিন করে। চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার।
ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গের প্রতিষ্ঠাতা ও মহাসচিব হরুন আল রশীদের পরিচালনায় বক্তব্য রাখেন ইলিশ উৎসব কমিটির আহ্বায়ক কাজী শাহাদাত, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, পৌর আওয়ামলীগের সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, মৎস্যজীবী নেতা শাহআলম মল্লিক, ছড়াকার ও লেখক ডা. পীযূষ কান্তি বড়–য়া।
এদিকে সাত দিনব্যাপী ইলিশ উৎসবে রয়েছে নানান আয়োজন মধ্যে ৮ জন গুণি ব্যাক্তিকে সংবর্ধনা প্রদান করা হবে। তারা হলেন : জনপ্রশাসন পদক পাওয়ায় জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসম দেলওয়ার হোসেন, অতিরিক্তে জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্স এ- ইন্ডাষ্ট্রিজের সভাপতি সুভাষ চন্দ্র রায় ইলিশ উৎসবে সংবর্ধিত করা হবে।