চাঁদপুর প্রতিনিধি :চাঁদপুরে বসত ঘরে আগুন লেগে মো. আবদুল খালেক খন্দকার (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এছাড়া আগুনে পুড়ে গেছে প্রায় লক্ষাধিক টাকার মালপত্র।
মঙ্গলবার গভীর রাতে শহরের পূর্বশ্রীরামদী এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
চাঁদপুর ফায়ার সাভির্সের জেষ্ঠ্য স্টেশন মাস্টার মো. ফরিদ আহমেদ জানান, নিহত বৃদ্ধ পক্ষাঘাতের রোগী ছিলেন। তাই ঘরের অন্যরা বের হতে পারলেও তিনি বের হতে পারেন নি।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।