শাহরিয়ার খাঁন কৌশিক।। ন্যার্য মূল্যের চাল বিতরনকে কেন্দ্র করে চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়ায় দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষর ঘটনা ঘটেছে। দুই পক্ষের হামলায় পুলিশ সহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
এর পরেই ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু পরিস্তিতি আরো ঘোলাটে হতে শুরু করে।
পরে পরিস্থিতি সামাল দিতে না পারায় পুলিশকে ঘটনাটি জানায়।
প্রায় ২ ঘন্টা যাবত দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে। এসময় বহরিয়া বাজার রনক্ষেত্রে পরিনত হয়।
খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম মডেল থানা পুলিশ, পুরানবাজার ফাঁড়ি পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থনে পাঠান।
পরিস্থতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে।
দুই পক্ষের হামলায় পুরান বাজার পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম পুলিশ সদস্য সোহেল,রেজাউলসহ প্রায় অর্ধ শতাধীক লোক আহত হয়েছে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়।
জানা যায়, লক্ষীপুর ইউনিয়নে ন্যার্য মূল্যের চালের ডিলার শাহাজাহান বেপারি গত বৃহস্পতিবার ১০টাকা দরে চাল বিতরন করে। সে সময় ৪ নং ওয়ার্ড মেম্বার নান্নু শেখ তার ভাই মোস্তফা শেখকে ৪ কার্ড দিয়ে ন্যার্য মূল্যের চাল আনতে পাঠায়। সে সময় ডিলার ৩ কার্ডের চাল দিয়ে বাকি চাল না দেওয়ায় ও চাল ৩০ কেজি করে না দিয়ে ২৫ কেজি করে চাল দেওয়ায় দুই পক্ষের মাঝে হামলার ঘটনা ঘটে।
সেই ঘটনাটি শনিবার ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চেয়ারম্যান সেলিম খাঁন দুই পক্ষকে নিয়ে শালিশী বৈঠকে বসে।
এসময় ওয়ার্ড মেম্বার নান্নু শেখের পক্ষে মতিন মাঝি কথা বললে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ন্যার্য মূল্যের চালেরর ডিলার শাহাজাহান বেপারির ছেলে হোসাইন বেপারি ও তার লোকজন মতিন মাঝিকে লাঞ্চিত করে।
এর পরেই শুরু হয় দুই পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া। হামলাকারিরা প্রায় ২ ঘন্টা বহরিয়া বাজারে প্রায় শতাধীক দোকান ভাঙ্গচুর চালিয়ে রনক্ষেত্র পরিনত করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে পরিস্থিতি নিয়ন্তনে আনেন।এই ঘটনায় মডেল থানার ওসি ইব্রাহীম খলিল জানায়, ন্যার্যমূল্যের চালের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা রাবার বুলেট নিক্ষেপ করি। পুলিশ মোতায়ন করায় এখন পরিস্থতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ সুপার জিহাদুল কবির জানায়, বহরিয়া বাজারে দুই পক্ষের মাঝে সংঘর্ষের খবর পাওয়ার পরেই মডেল থানা পুলিশ ডিবি পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
পুলিশ বর্তমানে পরিস্থতি নিয়ন্ত্রনে আনতে পেরেছে।
|