শরীফুল ইসলাম ॥
চাঁদপুর শহরে অদক্ষ গ্যাস চালিত অটোরিক্সা চালকের কারনে শহরের বিভিন্ন স্থানে ঘটছে অসংখ্য বড় ধরনের দূর্ঘটনা। অকালেই ঝরে যাচ্ছে সাধারন মানুষের তরতাজা প্রান। জানা যায়, এসব অদক্ষ কম বয়াসি ও লাইসেন্স বিহীন চালকের কারনে ঘটছে দূর্ঘটনা। যার অনেকাটা মনে হয় রিক্সা থেকে প্রমোশন নিয়ে সিএনজি চালক হিসেবে পরিনত হন তারা। এসব অদক্ষ চালকের ড্রইিভিংয়ের নূর্নতম ধারনা না থাকলেও চাঁদপুর শহর ছাড়াও বিভিন্ন উপজেলাতে ড্রাইভিং করছে অদক্ষ শিশুরা। আর এই নিয়ে প্রশাসনের প্রতি লক্ষ করলে দেখা যায়, তাদের ভূমিকা গুলো রহস্য জনক। চাঁদপুরে অভিজোগ রয়েছে লাইসেন্স ছাড়া অনেক ড্রাইভারকে ড্রাইভিং করার অপরাধে পুলিশ বিভিন্ন সময় চালকদের আটক করে, পরে তাদেও কাছ থেকে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। যার কারনে চালকরা পার পেয়ে ক্রমান্যয়ে অদক্ষ চালকের সখ্যা বেড়ে চলছে। বর্তমানে অটোরিক্সার মালিকরা নিজেদের সার্থের জন্য লাইসেন্স না দেখেই অদক্ষ চালকের হাতে তুলে দেয় চাবি। এতে করে শহরের বিভিন্ন প্রান্তে ঘটে থাকে ছোট থেকে বড় ধরনের দূর্ঘটনা। শহরে সিএনজি অটোরিক্সা চালকদের দিকে লক্ষ করলে দেখা যায়, ১৩ থেকে ১৫ বছর শিশুরা এসব সিএনজি অটোরিক্সা চালাচ্ছে। তেমনি এক ১৫ বছর শিশু চালকের সাথে কথা বালি, লাইসেন্স আছে কিনা জানতে চাইলে সেজানায়, এমন সড়কে গাড়ি চালালে লইসেন্স দরকার হয়না। এভাবেই শহরের বিভিন্ন স্থানে অসংখ্য কম বয়সি চালক রয়েছে। প্রায়ই দেখা যায় দূর্ঘটনার ঘটছে মূলত চালকের অদক্ষতার কারনে। তাই দূর্ঘটনা এড়াতে এ বিষয়ে বিআরটিএ পদক্ষেপ গ্রহন করা দরকার।
শিরোনাম:
বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।