চাঁদপুরে বিএনপির দুই শীর্ষ নেতাসহ আটক-৭
স্টাফ রিপোর্টার:॥ চাঁদপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শফিকুর রহমান ভুঁইয়া ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী গোলাম মোস্তফাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহরের নতুন বাজার মোড় এলাকা থেকে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদেরকে আটক করেন।
পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় কর্মসূচী না থাকলেও অনুমতি ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়াও তাদের বিরুদ্ধে পূর্বের অভিযোগ রয়েছে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্যাহ ওলি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান নতুন বাজার থেকে আরো ৩ ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওসি বলেন, ৩ ছাত্রদল কর্মীর নাম পরিচয় পরে জানানো হবে। এ ছাড়া চাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এ এন আই শাহীনা জানান,বিএনপি ২জন শীর্ষ নেতা ছাড়া ও আরো ৫জন বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীকে পুলিশ আটক করেছ। তাদের নাম এই মূহুর্তে দেওয়ার কোন নির্দেশ নাই। পরে জানানো হবে।