নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইাঞ্জিঃ মমিনুল হক বলেছেন এদেশের মানুষ আজ র্যাব পুলিশকে ভয় পায় অবৈধ শেখ হসিনা সরকার র্যাব, পুালিশসহ আইন শৃংখলা বাহিনিকে ৭১ শালের আলবদর, আলসামস্সে পরিনত করার অপচেষ্টা করছে। র্যাব-পুলিশ দিয়ে মানুষ হত্যা ও মানুষ গুম করে র্যাব ও পুলিশের পোশাককে কলংকিত করেছে। এছাড়াও অবৈধ সরকার ছাত্রলীগ ও যুবলীগের কর্মিদের র্যাব ও পুলিশের পোশাক পরিয়ে আমাদের নিরিহ নেতা কর্মিদের গুম,হত্যা ও নির্যাতন করছে। পুলিশ বাহিনিদের প্রতি আমাদের অনুরোধ আপনারা রাতের বেলা কোন আসামি ধরবেননা যুদ ধরতে হয় দিনের বেলা ধরবেন। কারণ রাতের বেলা পুলিশের পোশাক পরে ছাত্রলীগ ও যুবলীগের গুন্ডারা বিএপির নেতাকর্মিসহ নিরিহ মনিুষদের ধরে নিয়ে গুম ও হত্যা করছে। কাজেই আপনারা আর এই সরকারের পুজা না করে দেশ ও দেশের জনগনের সার্থে কাজ করুন। বিএনপির চেয়ারপার্সন বেগম খলেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়াম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সারা দেশে গুম, হত্যা, জেল-জুলুমের প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপির আয়জনে বিক্ষেভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। গতকাল সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষেভ মিছিল বের হয়ে শহরের শ্বপথ চক্তর প্রদক্ষিন করে অঙ্গিকার পদদেশে এসে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জেলা বিএপির যুগ্ন সম্পাদক রফিউস শাহাদাৎ ওয়াসিম পাটোওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহিলা সংরাক্ষত আসনের সাবেক এমপি আলহাজ্ব রাসেদা বেগম হিরা, জেলা বিএনপির সহ-সভাপতি আঃ হামিদ মাষ্টার, মোস্তফা খান সফরি, জেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুর রহমান ভুইয়া। এসময় উপস্থিত ছিলিন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খাঁন বাবুল, কাজী গোলাম মোস্তফা, জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জাহাঙ্গির হেসেন, সদস্য সচিব হজরত আলী ঢালী, জেলা ছাত্রলীগের সঙ্গঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সোলায়মান ঢালী প্রমুখ।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।