চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষে ৫ কর্মী আহত হয়। এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বহিষ্কৃত নেতা ইব্রাহীম কাজী জুয়েলসহ ৪জনকে আটক করে পুলিশ। ১৮দলের ডাকা ৮৪ঘন্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে বিএনপি’র একটি গ্রুপ শহরের বাসস্ট্যান্ড এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয়। এসময় বিএনপি দু’ কর্মীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে নেতা কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে বিএনপি নেতা কর্মীরা তাদের উপর ইটপাটকেল ছোড়ে। এসময় পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে মডেল থানায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৪ বিএনপি নেতাকর্মীকে ১৫ দিনের জেল দেয়া হয়। করাদণ্ডপ্রাপ্তরা হলো, যুবদল নেতা আবুল কালাম শেখ, স্বেচ্ছাসেবকদল নেতা জাকির হোসেন, যুবদল কর্মী হাবিব ভূঁইয়া ও বিএনপি কর্মী আমির হোসেন।এছাড়া রোববার গভীররাত থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপি ২, ছাত্রদল ৫, জামায়াত ২ ও শিবিরের এক কর্মী রয়েছে।এদিকে সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরে একটি মিছিল বের করা হয়।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুব মোরশেদ জানান, বড় ধরণের সহিংসতার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া পুলিশ সদা তৎপর রয়েছে।
শিরোনাম:
রবিবার , ২০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।