নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে ৪৮ঘন্টা হরতালের দ্বিতীয় দিন বাবুরহাট-পেন্নাই সড়কের কালিবাংতি নামক স্থানে ৩ফুট রাস্তা কেটে দিয়েছে ১৮দলীয় জোট নেতা-কর্মীরা। একই সময় ওই সড়কে দুই পাশে ৭টি বড় গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে। এতে করে রবিবার ভোরে কয়েক ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। এতে করে চাঁদপুরের উদ্দেশ্যে আসা মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন আটক পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ অসারণ করে সড়ক স্বাভাবিক করে। এছাড়া ১৮দলীয় জোটের নেতা-কর্মীরা শহরের বাসস্ট্যান্ড, জেলা বিএনপির কার্যালয় সম্মুখ থেকে খন্ড খন্ড মিছিল বের করে। পিকেটাররা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি অটোবাইক ও সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে। অপরদিকে শহরের বকুতলা ও বড় স্টেশন মাদ্রাসা রোড এলাকায় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। চাঁদপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত কোন ধরনের লঞ্চ ছেড়ে যায়নি। দূরপাল্লার বাসও বন্ধ। তবে ফরিদগঞ্জ উপজেলার এক শিবির কর্মী নিহতের ঘটনায় ওই এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। ১৮দলীয় জোট নেতা-কর্মীরা হত্যার প্রতিবাদে চাঁদপুর-রায়পুর সড়কে প্রচুর পরিমাণ গাছ কেটে সড়ক অবরোধ করে রাখে।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।