এম এ আকিব ॥
হিন্দু সম্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শরত কালের শারদীয় দূর্গা উৎসব বিজয়া দশমীর শোভা যাত্রার মধ্যে দিয়ে ডাকাতিয় নদীতে বিসর্জনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার বেশ কয়েকটি পূজা মন্ডপ থেকে ট্রাক ও ভ্যান গাড়ী যোগে প্রতিমা বহরের শোভাযাত্রা বিকাল সারে ৪ টায় শুরু করা হয়। শহরের কালী বাড়ী মন্দির ঘোষ পাড়া মন্দীর , পাল পাড়া শিতলা মন্দির. গোপাল জিউর আখরা মন্দীর, মেথা রোড মিণার্ভা পূজা মন্দীর ট্রাক ু রিক্স্রা ভ্যানের উপর দূর্গা প্রতিমা স্থাপন করে শোভা যাত্রা শহওে বের করা হয়। প্রতিটি পূজা মন্ডপ ঢাক ঢোল বাজিয়ে তরুন সমাজ আনন্দ উদ্দিপনা করে সন্ধ্যার পর শহরের মুখার্জি ঘাট এলাকা দিয়ে ডাকাতিয়া নদীতে দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার কাজ সম্পন্ন করে। দুপুরের পর থেকেই হিন্দু সম্প্রদায়ের নারীরা মায়ের চরণে তেল শিধুর দিতে পূজা মন্ডপ গুলোে ত ভীড় জমতে থাকে। তখন তারা ধর্মীয় নিয়ম পালন করে। এ সময় এক নারী অপর নারীকে তেল সিদুর মুখ মন্ডলে মেখে দিয়ে নিজেরাই আনন্দের মধ্যে নিজেদেরকে রাঙ্গিয়ে তোলে। এমনি ভাবে প্রতিটি পূজা মন্ডপে মায়ের মুখে ও চরণে তেল সিদুর মেখে এক বছরের জন্য দেবী দুর্গাকে বিদায় জানান। স্কুল কলেজে পড়–য়া শিক্ষাথীরা তাদেও পাঠ দানের শিক্ষা উপকরণ মায়ের চরনে রেখে আশির্বাদ গ্রহন করেন। কোন কোন পূজা মন্ডপে দেখা গেছে যুবক শ্রেণী কাদা মাটি খেলায় মেতে উঠে। এ খেলা শেষে তারা নিজেদেও জলাশয়ে দেবী দূর্গাকে বিসর্জন দিয়েছে। চাঁদপুর শহওে যখন আনন্দ শোভাযাত্রা বের করা হয় তখন জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফরের নির্দেশ মতে পুলিশ প্রশাসন শহরের গুরুত্বপূণৃ সড়ক গুরৈাতে আইন শৃঙ্খলার দায়িতআব পালন করেছে। এ শোভাযাত্রাটি শহওে বের হওয়ার পর দেখা দিয়ে ছিলো তীব্র যানজটের। হিন্দু সম্প্রদায়ের নারী ও তরুনীরা আনন্দ শোভাযাত্রা উপভোগ করতে শহরের প্রধান প্রধান সড়কের পাশে ও বহুতল ভবনের উপর দাড়ীয়ে আনন্দ উপভোগ করে। শোভাযাত্রায় নেতত্বস্থানীয়দেও মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদেও সাবেক সভাপতি জীবন কানই চক্রবর্তি, সাবেক সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র রায়, বর্তমান কমিটির আহবায়ক প্রফেসর রঞ্জিত বণিক, সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম, পুলিশ পরিদর্শক তদন্ত আরিচুল হক, সেকেন্ড অফিসার মনির আহমেদ, কালি বাড়ী মন্দির কমিটির সভাপতি অ্যাড বিজন প্রসাদ মজুমদার, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, বিকাশ মজুমদার টিটু, তমাল ভৌমিক, কিশোর কুমার শংকর, মানিক ঘোষ, অরুপ কুমার শ্যাম, মিলন মজুমদার, বাবুল বণিক সহ বিভিন্ন পূজা মন্ডপ কমিটির কর্মকর্তারা। বিসর্জনের পর প্রতিটি দূর্গা পূজা মন্ডপে রাতে ভক্তদের মাঝে শান্তির জল প্রদান করা হয়।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।