চাঁদপুর সংবাদদাতা ॥ চাঁদপুরে পল্লী বিদুতের চলন্ত বিদুৎতের ফোর ফরটি লাইনে কাজ করতে গিয়ে ইব্রাহিম খলিল(৪০) নামে এক বিদুৎ কর্মচারী বিদুৎ পৃষ্ট হয়ে হাতও শরীর জ্বলসে গেছে। তাকে মূমূর্ঘূ অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরন করা হয়েছে।
ঘটনাটি ঘঠেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গুলিশা সামক স্থানে ফারুক মেম্বারের বাড়ীর নিকটে। ঘটনার সময় ইব্রাহিমের সাথে থাকা অপর পল্লী বিদুৎ কর্মচারী মো: আজিজ জানান,সদর উপজেলার গুলিশা গ্রামের ফারুক মেম্বারের বাড়ির বিদুৎতের লাইন ঠিক করতে গিয়ে ভুল বসত ফোর ফরটি লাইন বন্ধ না করে ইব্রাহিম কাজ করছিল। হঠাৎ কাজ করা অবস্থায় বিদুৎতের তারের সাথে তার হাত লেগে বিদুৎতায়িত হয়ে ইব্রাহিমের হাত ও শরীর জ্বলসে গিয়ে সে উপর থেকে নীচে পড়ে যায়। তাৎক্ষনিক এলাকাবাসী তাকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে প্রেরন করেছে। এ ব্যাপারে অফিস ইনচার্জ ফিরোজ আলম জানান,ইব্রাহিম টেন্সফরমার কাজ করছিল। হঠাৎ বিদুতের সর্ট খেয়ে বিদুৎতায়িত হয়ে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক তাকে ঢাকায় পাঠানো হয়। তার অবস্থা ভাল না। তাকে বাঁচানো মনে হয় যাবে না।