শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুর সদর উপজেলার বিষœপুর ইউনিয়নের বিষœপুরে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সুমন মিজি(২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধা ৭টায় বিষœপুর গ্রামে ৪নং ওয়ার্ডের মিজি বাড়িতে এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরনে জানা যায়, বিষœপুর গ্রামের আবুতারের মিজির ছেলে সুমন সন্ধায় তার ঘরে এসে ব্লাফ লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাটিতে লুটে পরে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত ডাঃ তাকে দেখে মৃত্য ঘোষনা করে। মৃত্যুর খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে এসে কান্নায় ভেঙ্গে পরে। জানা যায়, সুমন মিজি তার বাড়ির পাশে একটি দোকান দিয়ে ব্যাবসা করে আসছিলো। ঘটনারদিন সন্ধায় দোকান থেকে বাড়ি গেলে হঠাৎ ব্লাফ নষ্ট হয়ে যায়। পরে ব্লাফ লাগাতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায়। এই ঘটনায় মডেল থানা পুলিশ হাসপাতালে এসে লাশ ময়নাতদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসে।