চাঁদপুর সদর রামদাসদী গ্রামে, ফরিদগঞ্জে ও শাহরাস্তিতে পানিতে পড়ে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে পৃথক ঘটনায় ৩ জনের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে ও বিকেলে।
জানাযায়, সদর উপজেলার রামদাসদী বহরিয়া গ্রামের খান বাড়ীতে জয়নাল খানের ছেলে রিয়াদ খান (২২) ঘরের বিদ্যুৎ মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। একই দিন বিকেলে ফরিদগঞ্জের মৃত ছোবহানের স্ত্রী হালিমা বেগম (৪৮) গোসল করে ভিজা কাড়প ঘরের ভিতর শুকাতে গিয়ে লোহার তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অপরদিকে শাহরাস্তি উপজেলার হৃদয় (১২) মঙ্গলবার দুপুরে গোসল করতে গিয়ে উপজেলা কমপ্লেক্সের পুকুরে তলিয়ে গিয়ে মৃত্যু বরন করে। সে উপজেলার নিজ মেহের আনোয়ার হোসেনের ছেলে। বন্ধ বান্ধবসহ গতকাল দুপুরে গোসল করতে গিয়ে সাতার না জানায় তলিয়ে যায়। বিকেলে ব্যাপক তল্লাশি চালিয়ে তার লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়।
শিরোনাম:
সোমবার , ২৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।