শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুরে বিদ্যুৎ পৃষ্ঠ্য হয়ে ২ শ্রমিকের অকাল ও করুন মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে,গতকাল মঙ্গলবার শেষ বিকেলে শহরের নিশি বিল্ডিং এলাকায় ও চাঁদপুর সরকারী মহিলা কলেজের ভিতরে।
ঘটনার বিবরনে জানা যায়, গতকাল মঙ্গলবার শহরের নিশি বিল্ডিং এলাকায় বিকেলে মোস্তফা বেপারী(৩৭) নামে এক ব্যাক্তি বিদ্যুতের লাইনে চঙ্গা(মই) দিয়ে বিদ্যুতের কাজ করছিল। এ সময় নীচে দিয়ে যাওয়া একটি অটোবাইক চঙ্গা(মই)কে স্বজোরে আঘাত করলে বিদ্যুতের লাইনে কাজ করা লাইনম্যান বিদ্যুৎ পৃষ্ঠ্য হয়ে উপর থেকে পড়ে যায়। তাৎক্ষনিক তাকে এলাকাবাসী উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক মোস্তফা বেপারীকে ঢাকা রেফার করে। ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। সে শহরের পুরানবাজারের পূর্ব শ্রীরামদী এলাকার সাবেক সেনা সদস্য সোনা মিয়ার ছেলে। এ খবর নিশ্চিত করেছেন,মোস্তফা বেপারীর ভগ্নিপতি মো: শহীদুল্লাহ।
অপর দিকে গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের সরকারী মহিলা কলেজে মো: শুক্কুর (১৮) নামে এক ব্যাক্তি বিদ্যুৎ লাইন দিয়ে কলেজের লোহার গ্রীরিল বিল্ডিংয়ে স্থাপন করছিল। এ সময় বিদ্যুৎ এর তারের সাথে গ্রীল লেগে বিদ্যুৎ পৃষ্ঠ্য হয়ে শুক্কুর ঘটনাস্থে মারা যায়। সে মতলব দক্ষিন এলাকার করবন্দ গ্রামের নূরু মিয়ার ছেলে। সে পেশায় এক জন গ্রীর শ্রমিক ছিল। এ ঘটনাটি নিশ্চিত করেছেন,নিহতের চাচা মো: বিল্লাল হেসেন।
শিরোনাম:
মঙ্গলবার , ৮ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।