চাঁদপুর প্রতিনিধি: জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে। পিডিবির ক্যাবল বিপর্যয়, জাতীয় গ্রিডে প্যানেল ট্রিপ ও ব্যাপক লোডশেডিংয়ের কারণে প্রচণ্ড গরমে গত ২/৩ দিনে জেলাবাসীর জীবন দুর্বিসহ হয়ে উঠেছে।
সংশ্লিষ্টরা এ দুর্যোগ কাটিয়ে উঠতে অনেকটা গড়িমসি করে সময় পার করছেন বলে অভিযোগ উঠেছে।
পিডিবি সূত্রে জানা গেছে, চাঁদপুরের ৮টি উপজেলায় মোট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ থাকে মাত্র সিকি ভাগ। পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) তথ্যমতে গতকাল রোববার চাঁদপুর জেলায় বিদ্যুতের সরবরাহ ছিল মাত্র ২৫ মেগাওয়াট। অথচ বর্তমানে জেলায় পল্লীবিদ্যুৎ ও পিডিবির মোট চাহিদা ৭০ মেগাওয়াট। প্রাপ্ত বিদ্যুতের ৯ মেগাওয়াট চাঁদপুর পিডিবি ও ১৪ মেগাওয়াট পল্লী বিদ্যুতকে দেওয়া হয়।
পিজিসিবি জানিয়েছে, জাতীয় গ্রিডে ‘প্যানেল ট্রিপ’ (বিপর্যয়) হওয়ায় সাময়িক উৎপাদন কম থাকায় গত দু’দিন চাহিদার তুলনায় বরাদ্দ অর্ধেকের নিচে নেমে আসে।
তারা জানান, ২শ’ এমপিআরের ৩৩ হাজার একক ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ৫টি ফিডারের মাধ্যমে চাঁদপুর পিডিবিকে সরবরাহ করা হয়ে থাকে। পিডিবি পরবর্তীতে ৮টি ফিডারের মাধ্যমে চাঁদপুর নতুন ও পুরানবাজারসহ আশপাশ এলাকার গ্রাহকদের মধ্যে সরবরাহ করা হয়।
ইতোমধ্যে পিডিবির অধিকাংশ ক্যাবল দুর্বল ও জয়েন্ট (কাটা/ছেড়া) হালকা হয়ে যাওয়ায় ২শ’ এমপিআরের বিদ্যুৎ সরবরাহ করতে ব্যর্থ হয়ে পড়ছে। ফলে গত দু’দিনে চাঁদপুরের হাজার হাজার গ্রাহক চরম বিদ্যুৎ বিপর্যয়ে পড়ে।
এদিকে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। ভুক্তভোগী গ্রাহকদের দৈনন্দিন ইলেক্ট্রনিক্স সামগ্রী টিভি, ফ্রিজ, কম্পিউটার, ফ্যান, লাইটসহ অন্যান্য যন্ত্রাংশ প্রতিনিয়ত বিকল হয়ে পড়ছে।
চাঁদপুরের একাধিক গ্রাহক জানান, পিডিবির সেবার মান কমে যাওয়ায় দিন দিন ক্যাবল বিপর্যয়সহ ভোগান্তি বেড়েই চলছে। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের গাফিলতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে তারা মনে করেন।
চাঁদপুর পিডিবি দ্রুত সমস্যা সমাধান করতে চরমভাবে ব্যর্থ হওয়ায় আগামী কয়েকদিন ধারাবাহিক বিপর্যয়ের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ক্যাবল বিপর্যয়ের দ্রুত সমাধান হবে কী না জানতে চাইলে চাঁদপুর পিডিবির আবাসিক প্রকৌশলী মোর্শেদ আলম তা জানাতে অপারগতা প্রকাশ করেন।