চাঁদপুর: চাঁদপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) থেকে পল্লী বিদ্যুত সমিতিতে সরবরাহ ব্যবস্থা হস্তান্তরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চাঁদপুর সদর উপজেলার তিন ইউনিয়নের বাসিন্দারা।
রোববার দুপুরে শহরতলী দর্জিঘাট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে মিলিত হয় তারা।
পরে জেলা প্রশাসক ইসমাইল হোসেনের কাছে স্বারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বাগাদী, বালিয়া ও লক্ষীপুর ইউনিয়নের প্রায় ৩৫টি গ্রামের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন, ডা. নূর হোসেন, ইছহাক মেম্বার, জাহাঙ্গীর হোসেন খাঁন, ডা. মোহাম্মদ আবু তাহের ভূঁইয়া প্রমুখ।