প্রতিনিধি
চাঁদপুরে বিভিন্ন প্যাথলজির রিক্সা চালকদের দালালি বৃদ্ধি পেয়েছে। কিছু কিছু প্যাথলজি মালিক এই দালালদের লালন-পালন করছেন। গ্রাম থেকে অনেক সহজ সরল মানুষ আসে চাঁদপুর শহরে ভালো চিকিৎসা করার জন্য। কিন্তু বড় স্টেশন, লঞ্চঘাট, পালেরবাজার ব্রিজের গোড়ায় এই দালালরা বসে থাকে কখন আসবে গ্রামের রোগীরা। রোগী এসে যে ডাক্তারের কথা বলে, রিক্সা ড্রাইভার নামক দালালরা বলে ঐ ডাক্তার চাঁদপুরে নেই বা হজ্বে চলে গেছেন কিংবা বদলি হয়ে গেছেন। তারা রোগীদেরকে পরামর্শ দেন তাদের সাথে যে ডায়গনস্টিক সেন্টারটি জড়িত আছে সেখানে যেতে এবং রোগীদেরকে তারা সেখানে নিয়ে যায়। অথচ রোগীরা যে ডাক্তারের উদ্দেশ্যে আসে, ওই সকল ডাক্তার ঠিকই চাঁদপুরে রয়েছেন। কিন্তু মিথ্যা কথা বলে দালালরা নিয়ে যায় তাদের সেই জড়িত থাকা ডায়াগনস্টিক সেন্টারে। আর চিকিৎসার নামে অসহায় রোগীরা অনেক হয়রানি এবং আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে পড়ে। আর এসব সমস্যার অধিক ভুক্তভোগী হয় গ্রাম থেকে আসা আমাদের নিরীহ মা বোনেরা। আর এই রিক্সা চালকদের মধ্যে যারা চিহ্নিত দালাল তারা হচ্ছে : সিদ্দিক, জালাল, মিন্টু, আলম, মাসুদ, নুরু ও তাদের সহকর্মীরা। এই কাজটি এরা দিন দিন চালিয়ে যাচ্ছে এবং এরা পাশাপাশি মাদক ব্যবসার সাথেও জড়িত। চাঁদপুরের নিরীহ গ্রামবাসী এভাবেই তাদের নিকট দিনদিন প্রতারিত হচ্ছে।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।