সাইদ হোসেন অপু
চাঁদপুরে বিভিন্ন স্থানে কোরবাণীর গোস্তে আল্লাহু লেখা গোস্ত পাওয়ার খবর পাওয়া গেছে। গত ৬ অক্টোবর সোমবার মহান আল্লাহর সন্তুষ্টি কামনার্থে ধর্মপ্রাণ মুসলমানরা সারা বিশ্বের ন্যায় চাঁদপুরেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানি দিয়েছে। সে লক্ষে পশু কোরবাণীর সময়, রান্নার সময় অথবা খাবার সময় বিভিন্ন স্থানে আল্লাহু লেখা গোস্তের খবর পাওয়া গেছে। তেমনি খবর পাওয়া গেছে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সুইচ গেট এলাকার বাসিন্দা হাজী জয়নাল খাঁ ঢাকাস্থ বংশালের বাড়ি থেকে দেশের বাড়িতে থাকা বাতিজি তাসলিমার জন্য গরুর গোস্ত পাঠায়। সেই গোস্ত রান্নার সময় দেখে একটি গোস্তের টুকরো ভেসে উঠেছে। তাসলিমা তা দেখে তার চাচা হাজী জয়নাল খাঁকে বিষয়টি অবগত করে। পরে চাচা পরামর্শ মতে গোস্তের টুকরোটি বাড়ির সামনের দোকানের ফ্রিজে রেখে দেয়। স্থানীয় সাংবাদিকরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় এবং গোস্তের টুকরোটি নিয়ে এমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. জাফর আহম্মদের কাছে বিষয়টি জানতে চাইলে। তিনি গোস্তের টুকরোটির উপরের লেখা দেখে আল্লাহু লেখা বলে নিশ্চিত করেন।
অপরদিকে পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বেপারীর মক্কা মেইলস্থ বাড়িতে কোরবাণীর সময় গোস্তের গায়ে লেখা দেখতে পায় বাতিজা তানভির আহম্মেদ রিপাত। পরে বিষয়টি মক্কা মেল জামে মসজিদের ইমামকে অবগত করে। ইমাম গোস্তের টুকরোটি ফ্রিজে রেখে দিতে বলে। এছাড়াও দোকান ঘর এলাকা, পুরাণ বাজার মদিনা মসজিদ এলাকা ও পুরাণ বাজার পশ্চিম শ্রীরামদী এলাকায় আল্লাহু লেখা গোস্তের সন্ধান পাওয়া গেছে।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।