সংবাদদাতা, চাঁদপুরনিউজ: চাঁদপুর শহরের পালবাজার ফলের দোকানে বিশুদ্ধ খাদ্য আদালত অভিযান চালানোর পর ৫’শ টাকায় বিক্রি হওয়া তরমুজ দেড়-দুই’শ টাকায় বিক্রি হয়েছে।
গতকাল ২ মে রবিবার বিকালে চাঁদপুর বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন নিজেই কৃষি বিপনন আইনে এ অভিযানেরর নেতৃত্ব দেন।
এ সময় তিনি বলেন, জনস্বার্থে বিপণন খাদ্য আইনের ১৯ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তখন ব্যবসায়ি মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে পারেনি।তারা একটা তরমুজের দাম এক থেকে দেড়শ টাকার স্থলে ৫০০ টাকায় নিচ্ছিল। জনগণকে দেড় দুই’শ টাকার মধ্যে তরমুজ কেনার জন্য মূল্য ধার্য করে দেওয়া হয়।
এছাড়া বিশুদ্ধ খাদ্য আদালত বিএসটিআই এর সহযোগিতায় শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান করে ৭টি নিয়মিত মামলা করেছে। বিএসটিআই কুমিল্লা অভিষেক পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম সহ সঙ্গীয় পুলিশ ফোর্স এ সময় উপস্থিত ছিলেন।