অভিজিত রায় ॥
এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যুঃ নয় একটিও আর। বৈষম্যহীন পৃথিবী গড়বো সবাই……… এই আমাদের অঙ্গীকার, এবছরের এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় চাঁদপুরেও বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ৯টায় স্বাস্থ বিভাগের আয়োজনে সিভিল সার্জেন কার্যালয় থেকে র্যালী বের হয়। র্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী। র্যালীটি শহর প্রদক্ষীণ করে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে সম্মেলন কক্ষে উক্ত বিষয়ের উপরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, ৬০ দশকে কলেরায় আক্রন্ত হয়ে গ্রামের পর গ্রাম মানুষ মরে যেত। তা থেকে মানুষ মুক্ত হয়েছে। তেমনি আশা করি এইচআইভি এইডস থেকেও আমরা মুক্ত হবো। বিভিন্ন চিকিৎসা ও এইডসের প্রতিষেধক আবিষ্কার হবে। আমাদের দেশে গ্রামে মহল্লায় এইডস রোগীদের থেকে দূরে থাকার এবং ঘৃণা করার প্রবণতা রয়েছে। আমাদেরকে এ ধরণের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে লক্ষ রাখতে হবে নতুন করে যাতে এইডসে কেউ আক্রন্ত না হয় এবং কোন মতে কোন তথ্য গোপন করা যাবে না। তিনি আরো বলেন, আমাদের সকলকে নীতি- নৈতিকতা ও সামাজিক শৃঙ্খলায় থাকলে এইডস থেকে মুক্তি পাওয়া যাবে। সচেতনতা কোন রোগকে কেন্দ্র করে নয়, সববিষয়ে নিয়ে সচেতনতা থাকতে হবে। সকলকে লক্ষ রাখতে হবে, আপনার আমার সন্তান কি করে, কোথায় যায় এবং কাদের সাথে মেলামেশা করে। বাংলাদেশে এপর্যন্ত সাড়ে ৩ হাজার এইডস রোগে আক্রন্ত রোগী হয়েছে এবং ৪শ’ ৭২ জন এ রোগে আক্রন্ত হয়ে মৃত্যু বরণ করেছে। আমরা এমন একটি সমাজ গড়বো, যেখানে এইডস নয় সামাজিক বন্ধন থাকবে।
সিভিল সার্জেন রতীন্দ্রনাথ মজুমদারের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. আশ্রাফ আহম্মেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. ছৈয়দা বদরুন নাহার চৌধুরী, পরিবার পরিকল্পনা পরিচালক ডা. জাহাঙ্গীর খান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, আত্ম নিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচারক ডা. মোস্তাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শাহেদ রিয়াজ, বেবী সাহা, ব্রাকের জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, প্রাইভেট ক্লিনিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিএম কামরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন, সিভিল সার্জেন কার্যালয়ের চিকিৎসক ওমর ফারুক।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।