মিজানুর রহমান রানা,
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’র আলোচনাসভায়
মায়ের দুধে এমন কিছু উপাদান আছে যা
শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি বিকাশ করে
——————————- চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলী
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’র আলোচনাসভায় চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলী বলেছেন, বিশ্ব মাতৃদৃগ্ধ দিবসকে সফল করতে হলে শিশুদের অবশ্যই মায়ের দুধ পান করার অভ্যাস অব্যাহত রাখতে হবে। কারণ মায়ের দুধে এমন কিছু উপাদান আছে যা শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি বিকাশে সহায়তা করে। শালদুধ শিশুর প্রথম পায়খানা হতে সাহায্য করে যা জন্ডিস প্রতিরোধে সহায়ক এবং এই দুধে রোগ প্রতিরোধকারী ইমিউনোগ্লোবিউলিন থাকে যা শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। মায়ের দুধ পান করালে শিশুদের এক ধরনের এনজাইম যা চর্বি হজম করতে সাহায্য করে। মায়ের দুধে প্রচুর পরিমাণে পানি থাকে যে কারণে গরমকালেও শিশুকে আলাদাভাবে পানি পান করাতে হয় না। শিশুর শরীর গঠন এবং বৃদ্ধির জন্যে যে সকল উপাদানের প্রয়োজন তার সবগুলো মায়ের দুধে সঠিক পরিমাণে থাকে। তাই শিশুর জন্য পূর্ণ ৬ মাস বয়স পর্যন্ত কেবল মাত্র মায়ের দুধই একমাত্র খাদ্য ও পানীয়। মাতৃদৃগ্ধ শিশুকে ডায়রিয়া, সেপসিস, নিউমোনিয়া, কানপাকা ইত্যা,িদ রোগ থেকে রা করে। শুধুমাত্র মায়ের দুধেই বুদ্ধি বিকাশের একমাত্র জীবন্ত উপাদান ডিএইচএ আছে, যার ফলে শিশুর মানসিক বিকাশ সঠিক হয় এবং শিশু বুদ্ধিমান হয়। অন্যদিকে এসব উপাদান গুড়ো দুধে নেই। ফলে শিশুদের মায়ের দুধ পান না করিয়ে ওইসব গুড়ো দুধ পান করালে স্বাভাবিকভাবেই শিশুদের শরীরে রোগ প্রতিরোধ মতা থাকে না এবং শিশুরা নানা রোগে আক্রান্ত হয়। তাই শিশুদের জন্যে মায়ের দুধের বিকল্প নেই একথা একদম সত্যি এবং এর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, মায়ের দুধ পান করা প্রতিটি শিশুর অধিকার। এ অধিকার কোনো মতেই ুণœ করা যাবে না।
‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার : ল হবে সফল জীবন পাওয়ার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলী। সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক মেডিকেল ডাক্তার মো. আশরাফ আলীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুরের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর খান, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. ফাতেমা বেগম, চাঁদপুর আত্মনিবেদিতা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান, চাঁদপুর নার্সিং ইন্সটিউটের নার্সিং ইন্সট্রাক্টর স্বরস্বতী দে, পুরাণবাজার সূর্যের হাসি কিনিকের ম্যানেজার বেবী সাহা, ব্র্যাক চাঁদপুরের ম্যানেজার সফিকুল ইসলাম, পিএম বিল্লাল প্রমুখ।