শামছুল আলম॥
চাঁদপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সম্মিলিত মানবাধিকার পরিষদ ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চাঁদপুর জেলা শাখার মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়।
আজ ১০ ডিসেম্বর সকালে চাঁদপুর শহরের শপথ চত্ত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় র্যালীতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সম্মিলিত মানবাধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. ইউসুফ গাজী, যুগ্ম আহ্বায়ক অ্যাড. রুহুল আমিন, কামাল পাটওয়ারী, সদস্য সচিব ডা. শেখ মহসিন, দপ্তর সম্পাদক বিপ্লব সরকারসহ অন্যান্য মানবাধিকার সংগঠনের কর্মীরা।