স্টাফ রিপোর্টার ॥
‘টেকশই সমাজ গঠন, শিক্ষকদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস সোমবার বিকেলে রোটারী ভবনে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও গণসাক্ষরতা অভিযান, চাঁদপুরের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেন। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শ্ক্ষিক ইসমত আরা সাফির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল বাসার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মনোহার আলী, চাঁদপুর কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কেএম সোলেমান, ১৪ গ্রাম সরাকারি কলেজের সাবেক অধ্যক্ষ রনজিৎ কুমার বণিক, সনাক চাঁদপুর জেলা শাখার সভাপতি কাজী শাহাদাৎ।
প্রতিপাদ্যের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মতলব উপজেলার সভাপতি মো. তাজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল কামাল, আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোফরান হোসেন, বলাখাল মুকবুল আহমেদ ডিগ্রী কলেজের অধ্যাপক মোশারফ হোসেন লিটন, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা বেগম, কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা বেগম, চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধের সংরক্ষন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, সিনিয়র শিক্ষক মাও. আফজাল হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন বলেন, সমাজে শিক্ষকের মর্যাদা অনেক। আমাদের ভুলে গেলে চলবে না শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষককে তার যথাযথ সম্মান দেওয়া লাগবে। কোন জাতিই শিক্ষা ছাড়া উন্নতি লাভ করতে পারে না।
তিনি আরো বলেন, আমরা যে যেই প্রতিষ্ঠানেই কাজ করি না কেন, আমাদের কাজ হলো শিক্ষা দান করা। বৃক্ষের মত কোন কিছু পাওয়ার আশা না করে সব কিছু উজাড় করে দিয়ে জ্ঞান দান করা।
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পরে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তা হলো : জনশক্তি অর্জন, উৎপাদন বৃদ্ধি ও শিক্ষার হার বৃদ্ধি। কোন দেশে শিক্ষার হার না বাড়লে সেই দেশ উন্নতি লাভ করতে পারে না। আমাদের মাতৃভাষার প্রতি নজর দিতে হবে। আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।
এর আগে সকালে হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা একটি বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
শিরোনাম:
শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৫ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।