চাঁদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে
বিশ্ব স্বাস্থ্য দিবসের র্যালি ও আলোচনাসভায়
সামান্য আচরণ পরিবর্তন করলে অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারি
———————– ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী
মিজানুর রহমান রানা
‘মশা-মাছি দূরে রাখি-রোগ-বালাই মুক্ত থাকি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে ৭ এপ্রিল সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওইদিন সকাল ৯টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে র্যালিটি আরম্ভ হয়ে চাঁদপুর শহর প্রদণি করে পুনরায় সিভিল সার্জন অফিস পর্যন্ত এসে শেষ হয়। র্যালি শেষে সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জন সভাকে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত স্বাস্থ্য মহাপরিচালক (অব.) ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি অপচিকিৎসার কারণে মানুষ তিগ্রস্থ হচ্ছে। স্বাস্থ্য সমস্যা বিষয়ে মানুষ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তবে আমরা চেষ্টা করছি স্বাস্থ্যসেবা মানুষের দুয়ারে পৌঁছে দিতে। তবে আমরা আমাদের সামান্য আচরণ পরিবর্তন করলে অনেক রোগ থেকে মুক্ত থাকতে পারি। আমরা শুধু যদি হাত ধুয়ে খাদ্য খাই তাহলে আমরা ৫০% রোগ থেকে মুক্ত থাকতে পারি। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি তাহলে দেশকে অবশ্যই সোনার বাংলারূপে গড়ে তুলতে পারবো।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. এএসএম আবদুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. রোকসানা নাজনীনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা চাঁদপুরের মেডিকেল সার্ভিল্যান্স অফিসার এসএম শেখ মো. মনিরুল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোস্তফা কামাল, চাঁদপুরের ব্র্যাক ম্যানেজার শরীফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আশরাফুল আলম চৌধুরী।
এছাড়াও বিশ্ব স্বাস্থ্য দিবস উপলে চাঁদপুরে সিভিল সার্জন অফিসের আয়োজনে চাঁদপুর সদর হাসপাতালের সামনে স্বাস্থ্য তথ্য মেলার আয়োজন করা হয়। সকালে স্বাস্থ্য তথ্য মেলার উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। স্বাস্থ্য তথ্য মেলায় সিভিল সার্জন অফিসের ব্যবস্থাপনায় একটি স্টল, ব্র্যাক, সদর হাসপাতাল, সূর্যের হাসি কিনিক, ডায়াবেটিক হাসপাতাল, মাজহারুল হক বিএনএসবি চু হাসপাতাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, আত্ম উন্নয়নমূলক সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।