অভিজিত রায় ॥ “হার্ট বান্ধব পরিবেশ গড়–ন, সুস্থ্যভাবে বাঁচুন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চাঁদপুরে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আজ সোমবার সকালে চাঁদপুর শহরের প্রেসক্লাব সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রোটারী ভবনে গিয়ে শেষ হয়।
পরে দিবসের প্রতিপাদ্য বিষয়ে রোটারী ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি ডাঃ একিউ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ বিশ্বনাথ পোদ্দার। বিশিষ্ট ব্যাবসায় তমাল কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক মনোহর আলী, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, চিকিৎসক মো. মাইনুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান, পিযুষ কান্তি বড়–য়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন। বক্তারা বলেন, আমাদের প্রত্যেকটি ব্যাক্তি সুন্দর প্রাণ নিয়ে বেঁচে থাকতে হলে খাদ্যাভাস পরিবর্তন, পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও ধর্মীয় নিয়ম চর্চা অব্যাহত রাখতে হবে। ব্যস্ত জীবনেই আমাদের প্রাণ কেড়ে নিচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিশিষ্ট ব্যাবসায়ি সুভাষ চন্দ্র রায়, মোস্তাক হায়দার চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার হোসেন, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ উদ্দিন, জেলা কমিউনিচি পুলিশিয় এর সাধারণ সম্পাদক সুফী খায়রুল আলম খোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও শহরের নেতৃত্বস্থানীয় ব্যাক্তিবর্গ।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।