প্রতিনিধি ॥
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকি বাজারে বিষধর সাপের কামড়ে টিপু সুলতান বেপারী (২৮) নামে ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টায় চাঁদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেয়ার পথে হাজীগঞ্জে তার মৃত্যু হয়। নিহত টিপু সুলতান মতলব উত্তর উপজেলার সুকন্দী গ্রামের প্রধানিয়া বাড়ীর সিরাজ বেপারীর ছেলে। সে সটাকি বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, রাত ৯টায় টিপু সুলতান তার দোকান পরিস্কার করে বাড়িতে রওয়ানা হয়। এরই মধ্যে ওই স্থানে একটি বিষধর সাপের মুখ থেকে ব্যাঙ ছুটে গেলে পাশে থাকা টিপু সুলতানকে এসে কামড় দেয়। তার চিৎকার শুনে পাশ্ববর্তী ব্যবসায়ী উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক বিধায় কর্তব্যরত চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পথিমধ্যে হাজীগঞ্জ পৌর এলাকায় এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়। মুঠোফোনে টিপু সুলতানের মামা মো. মাঈন উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।