
রফিকুল ইসলাম বাবু ঃ
চাঁদপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা করেছে ধর্ষিতার পরিবার। রোববার সকালে ধর্ষণের অভিযোগে শামীম, শাহাদাত গাজী ও রহিম খানের এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামের প্রধানিয়া বাড়ীর বাগানে লম্পট শামীম, শাহাদাত গাজী ও রহিম খান যুবকরা একত্রিত হয়ে ওই গ্রামে নবম শ্রেনীর এক ছাত্রী তুলে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতাকে মেডিকেল করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আটক রহিম খানকে আদালতে প্রেরণ করা হয়েছে।