স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরে বিয়ের আসর থেকে বরকে মারধর করে স্বর্ণালংকারসহ মালামাল আত্মসাৎতের পর বিয়ে বাড়ি থেকে বরযাত্রীদের তাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চাঁদপুরে তোলপাড় ও নানাহ গুঞ্জজন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কে সেলিনা ভবনের তেল ব্যবসায়ী মিজানুর রহমানের ভাড়াটিয়া বাসায়।
ঘটনার বিবরনে জানাযায়, চাঁদপুরের চান্দ্রার লোহাঘড় এলাকার মৃত আবু সাইদ পাটওয়ারীর ছেলে মিজানুর রহমান পাটওয়ারী বঙ্গবন্ধু শড়কে সেলিনা ভবনে বাসা ভাড়া থেকে বিভিন্ন প্রকারের তেলের ব্যবসা পরিচালনা করে আসছে। এ ব্যবসা পাটনার শিপ নিয়ে তার স্ত্রী ফাতেমা বেগম ও মিজানুর রহমানের সাথে পারিবারিক কহলের সৃষ্টি হয়। মিজান তার স্ত্রীকে মারধর করলে চলতি বছর ১৬ মার্চ স্ত্রী ফাতেমা বেগম বাদি হয়ে স্বামীকে প্রথম আসামী করে নারি ও শিশু নির্যাতন আইনে মামলা করে। মামলা নং ৩৪। তারিখ ১৬/ ৩/ ২০১৬। সেই ঘটনায় মিজানুর রহমানকে পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করে।
মিজানুর রহমান জেল হাজত থেকে বের হয়ে অবশেষে পারিবারিক কহলের মধ্যে দিয়ে সংসার শুরু করে। গত কয়েকদিন পূর্বে তার নবম শ্রেনীর ছাত্রী নাবালিকা মেয়ে যমুনা আক্তার মিলা(১৫) সাথে চাঁদপুর সাপদীর তালুকদার বাড়ির আবিদুর রহমান তালুকদারের ছেলে সিঙ্গপুর প্রবাসী মাকছুদ তালুকদারের বিয়ে দেওয়ার বিষয়ে চুড়ান্ত করে।
বুধবার রাতে উভয় পরিবার গায়ে হলুদ স্বন্ধ্যা শেষ করে বৃহস্পতিবার বরযাত্রী নিয়ে মিজানুর রহমানের ভাড়াটিয়া বাসায় আসে। বিয়ের পূর্বেই মিজানুর রহমানের গাডিয়ান ফরিদগঞ্জের কালু পাটওয়ার বর পক্ষের লোকদের সাথে সমযোতা করে ৩ লাখ টাকা কাবিন চুড়ান্ত করে। মেয়ের জন্য ৭ভরি স্বর্ণ ও ১লক্ষ ৮০ হাজার টাকা বিয়ে অনুষ্ঠানের মালামাল বরপক্ষ নিয়ে আসে। অনুষ্ঠানে খাওয়া দাওয়া শেষে মেয়েকে সাজিঁয়ে বিয়ের পিড়িতে বসানোর পর ৩ লাখ টাকা কাবিন উল্লেখ করে কবুল বলার আগমূহুত্বে কনের মাতা ফাতেমা বেগম ৫লাখ টাকা কাবিন ছাড়া মেয়েকে বিয়ে দিবেনা বলে হঠ্রগোল বাধাঁয়। পরে কণের মার সাথে বাবাও একই সুর উঠায়। এ নিয়ে বরপকক্ষের সাথে কণে পক্ষের বাকবিতন্ড সৃষ্টি হয়। পরে মিজানুর রহমান তার লোকজন দিয়ে বরপক্ষের লোকজনের উপর হামলা চালায়।
অবশেষে বরপক্ষের আত্মীয় স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে বরপক্ষকে উদ্ধার করে নিয়ে আসে। এ সময় মেয়ের বাবা ও মা বরের নিয়ে আসা ৭ ভরি স্বর্ণ ও বিয়ের আনুসাঙ্গিক মালামাল রেখে দেয় বলে অভিযোগ করেছেন বর পক্ষের লোকজন। এ ঘটনায় বর পক্ষ কনের বাবা মাকে অভিযোক্ত করে চাঁদপুর মডেল থানায় মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়।
স্থানীয় বেশ কয়েকজন লোক জানান, বঙ্গবন্ধু শড়কে আবাসিক এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘ দিন যাবৎ মিজানুর রহমান চোরা তেলের ব্যবসা পরিচালনা করে আসছেন। পুলিশ চোরা তেলের ভাউচারসহ মিজানুর রহমানকে হাতে নাতে আটক করে। পরে পুলিশের সাথে সমযোতা করে সেই যাত্রায় মুক্তিপায়। স্বামী স্ত্রীরির পারিবারিক ভাবে কহলের জের ধরে মামলা মকদমায় ঘটনাকে কেন্দ্র করে ঘটনার দিন বিয়ের অনুষ্ঠানে মিজানুর রহমানের স্ত্রী ফাতেমা বেগম নিজের ওরশজাত সন্তানের বিয়ে ভেঙ্গে বিয়ে ভেঙ্গে স্বামী মিজানুর রহমানের উপর প্রতিশোধ নেয়। কয়েক মাস পূর্বে মেয়ে সদর উপজেলা যুবলীগের এক নেতার ছেলের সাথে ভালোবাসার টানে আতœগোপন করার ১দিন পর তাদের অভিযোগের প্রেক্ষিতে চাঁদপুর মডেল থানা পুলিশ তাদের আটক করে আদালতে প্রেরন করে। আদালত থেকে বাবা মা জিম্মায় মেয়ে মুক্তিপেয়ে বেরিয়ে আসে। এ ঘটনা চাঁদপুর শহরে বেশ চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।