স্টাফ রিপোর্টার ॥
সোমবার চাঁদপুর জেলা প্রশাসকের কক্ষে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা প্রশাসক মো: আব্দুস সবুর মন্ডল। সদস্য সচিব প্রতিমা ভৌমিক এর পরিচালনায় সভায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ইসমাইল তপাদার কাঞ্চন , চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, বিশিষ্ট রোটারিয়ান মিজানুর রহমান খান, ব্যাংকার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, মো: মোশারফ হোসেন, তাজুল ইসলাম মজুমদার শিক্ষিকিা বিচিত্র সাহা প্রমুখ । সভায় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়কে গতিশীল করতে শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন । নীতিমালা অনুযায়ী বিদ্যালয়টি পরিচালনা করতে জেলা প্রশাসক গুরুত্ব আরোপ করেন । সেই সাথে জেলা প্রশাসনের তরফ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন ।