চাঁদপুর: বিএনপির মিছিলে পুলিশের গুলিতে ছাত্রদল কর্মী ও স্কুলছাত্র নিহত হওয়ার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ১৮ দল।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে চাঁদপুরের কালিবাড়ীতে অবরোধ সমর্থনে মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধায় মিছিলটি বিএনপি অফিসের দিকে ফিরে যাওয়ার সময় পুলিশ পেছন দিক থেকে তাদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে ছাত্রদলকর্মীসহ এক স্কুলছাত্র নিহত হয়। এছাড়া ১২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।