স্টাফ রিপোর্টার: ॥ চাঁদপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর শাখার আয়োজনে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্গিকার পাদদেশ থেকে একটি বর্ণাঢ্য র্যলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিয়ষক কর্মকর্তা জেবুন্নেছা বেগম। জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আঃ মতিন মিয়া, জেলা ক্যাবের সভাপতি জীবন কানাই চক্রবর্তী, নবরূপ মহিলা সংস্থার সভাপতি পিএম বিল্লাল প্রমূখ।
আলোচনা সভায় ব্র্যাক, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসব কর্মসূচী পালনে সহযোগিতা করেন চাঁদপুর জেলা প্রশাসন।