মিজানুর রহমান রানা
চাঁদপুরে ৭ দিনের বেসিক সার্ভিস ম্যানেজমেন্ট ট্রেনিং ফর নিউলি রিকুইটেড ডক্টরস প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।
ওইদিন সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে ঢাকা ডিজিএইচএস, টিটিইউ ইনসার্ভিস ট্রেনিং-এর আয়োজনে ৭ দিনের বেসিক সার্ভিস ম্যানেজমেন্ট ট্রেনিং ফর নিউলি রিকুইটেড ডক্টরস প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. রুস্তম আলী। প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, সাত দিনের এ প্রোগ্রামে আমরা চেষ্টা করবো ডাক্তারদের প্রয়োজনীয় বিষয়গুলো জানাতে। আপনারা চেষ্টা করবেন এ প্রোগ্রামের মূল বিষয়গুলো ভালোভাবে আহরণ করে প্রয়োজনীয় েেত্র সুষ্ঠু প্রয়োগ করতে।
বেসিক সার্ভিস ম্যানেজমেন্ট ট্রেনিং ফর নিউলি রিকুইটেড ডক্টরস প্রোগ্রামে ডাক্তারদের প্রশিণ প্রদান করেন হাইমচর উপজেলা টিএসএ ডা. মো. আবদুল হক। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল ডা. মো. আশরাফ আলী, ডা. সফিকুর রহমান সহ বেসিক সার্ভিস ম্যানেজমেন্ট ট্রেনিং ফর নিউলি রিকুইটেড ডক্টরসগণ।
উল্লেখ্য, গত ৮ জুন এ প্রোগ্রামের উদ্বোধন করা হয়। প্রোগ্রাম চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।