চাঁদপুর: চাঁদপুর শহরের রূপালী ব্যাংক নাজিরপাড়া শাখার ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে ডাকাতির চেষ্টাকালে মেহেদী হাসান (২০) নামের এক ডাকাতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আটক মেহেদী হাসান চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজলোর রাজারগাঁও গ্রামরে মো. আবদুস সাত্তারের ছেলে।
মেহেদী হাসান জানায়, “ব্যাংকে ডাকাতি করতে বন্ধু মাসুদ ও রানাসহ তিনজন আসি। ব্যাংকের ভেন্টিলেটর ভেঙে আমি ভেতরে ঢুকি, আর তারা বাইরে থাকে। ভেতরে ঢোকার পর পুলিশ এলে তারা পালিয়ে যায়, আর আমাকে আটক করে।”
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিমল কর্মকার ও নাজমুল হোসেন জানান, ওই ব্যাংকের দ্বিতীয়তলায় ফ্যামিলি বাসা। রাতে ব্যাংকের মধ্যে শব্দ শুনতে পেয়ে তারা থানায় ফোন দেয়। সঙ্গে সঙ্গে আমরা ফোর্স নিয়ে এসে একজনকে আটক করতে সক্ষম হই। তবে তার সঙ্গে থাকা আরো দুজন পালিয়ে যায়।
ব্যাংক থেকে কোনো কিছু সরানোর সুযোগ তারা পায়নি বলে জানান এসআই।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ খ্রিষ্টাব্দ , ১৫ মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।