চাঁদপুরে ভিমরুলের কামড়ে রাছেল নামের ২ বছর ৩ মাসের এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে।
শিশুটি চাঁদপুর সদর উপজেলার মহামায়া আলগি পাঁচগাও এলাকার হাজী বাড়ীর বাহরাইন প্রবাসি মিজানুর রহমানের ছেলে। মৃত শিশুর মা জানায়, শুক্রবার দুপুর আনুমানিক ১ টায় শিশূ রাছেল বাড়ীর পাশে একটি ঝোপের নিকটে খেলা করছিলো। এক পর্যায়ে যে কোন উপায়ে ভিমরুলের বাসায় আঘাত লাগলে ভিমরুল এসে এলোপাতাড়ি রাছেলকে অনেকগুলো কামড় দেয়। শিশু রাছেলের চিৎকারে তার মা ও বাড়ীর অন্যান্যরা এগিয়ে এসে রাছেলকে উদ্ধার করে তাৎনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব দাস রাছেলকে মৃত বলে ঘোষনা কর্।ে
এ বিষয়ে ডাক্তারের সাথে আলাপ করলে তিনি জানান, ভিমরুলের কামড়ের বিষ শিশুটির সমস্ত শরীরে প্রবেশ করার কারনেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির এমন করুন মৃত্যুতে বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।