রফিকুল ইসলাম বাবু ঃ
ভুমিকম্প মোকাবেলায় সচেতনমুলক মহড়া আজ রবিবার দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় সাঠে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যাবস্থাপনায় চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস,রেড ক্রিসেন্ট, যুবরেড ক্রিসেন্ট ও স্কাউট আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। ভুমিকম্প হলে কিভাবে মোকাবেলা করতে হবে সেই্্ মহড়া দেথানো হয়। এ সময় বক্তব্র রাখেন,জেলা প্রশাসক আবদুস সবু মন্ডল,পুলিশ সুপার শামসুন ন্নাহার,
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ লুতফুর রহমানের সভাপত্বি বক্তব্য রাখেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিন মিয়া, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী ও চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস উপ-পরিচালক।