চাঁদপুর: চাঁদপুর শহরের তালতলায় বসবাসরত আইনজীবী রামকৃষ্ণ সাহা (৫২) মারা গেছেন। কর্ণফুলি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় তিনি মারা গেছেন বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
এ ঘটনায় ওই হাসপাতালের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
রামকৃষ্ণ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পশ্চিম কালোচোঁ গ্রামের হরিণাথ সাহার ছেলে। তিনি চাঁদপুর শহরের তালতলায় দু’সন্তান ও স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
রামকৃষ্ণের স্ত্রী পূর্ণিমা সাহা অভিযোগ করে বলেন, রাত ৮টার দিকে তার বুকে ব্যাথা অনুভূত হলে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামের কাছে যান। তিনি প্রেসক্রিপশান দিলে ওষুধ কিনে খাওয়ানো হয়। এর একঘণ্টা পর আবার বুকে ব্যাথা উঠলে হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতাল ভাঙচুরের চেষ্টা করলেও পুলিশি তৎপরতায় তা সম্ভব হয়নি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।