চাঁদপুর:
চাঁদপুর শহরে মঙ্গলবার রাতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে স্বজনরা একটি প্রাইভেট ক্লিনিক ভাংচুর করেছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শরীয়তপুর জেলার সুখিপুর এলাকার ওসমান গনির স্ত্রী রীনা বেগমের (৩০) প্রসব ব্যথা উঠলে মঙ্গলবার বিকালে পদ্মা হাসপাতাল নামে একটি ক্লিনিকে নেয়া হয়। রাত ৯টায় তার সিজার হয়। পরে প্রচুর রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, এ ঘটনায় কেউ আটক হয়নি এবং থানায় কেউ অভিযোগ করেননি।
শিরোনাম:
শুক্রবার , ২০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।